বাবুল আক্তারের হৃদয়ে মিতু নেই, আছে নতুন বউ: শাশুড়ি

মাহমুদা খানম মিতু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪ | ২১:৩৭ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ | ২১:৪৩
চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু এখনও বাবুল আক্তারের হৃদয়ে রয়েছেন বলে দাবি করেন বাবুলের আইনজীবী। এ দাবির পরই মিতুর মা সাক্ষী শাহেদা মোশাররফ আদালতে বলেন, ‘বাবুল একজন খুনি। সে আমার মেয়েকে খুন করেছে। তার হৃদয়ে মিতু নেই, আছে নতুন বউ।’
এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান কোর্ট হাজতে থাকা আসামি বাবুল আক্তার। তিনি বলেন, ‘এখনও আমাকে আদালত খুনি হিসেবে রায় দেননি। কিন্তু সাক্ষী আমাকে খুনি বলছেন। আমি এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
তখন আসামির আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমন উত্তপ্ত অবস্থায় আদালত সবাইকে শান্ত করে বলেন, আসামির আইনজীবী সাক্ষীকে উত্তেজিত করে দিয়েছেন। আসামিও প্রতিবাদ জানিয়েছেন। আপনারা কেউ আদালতের পরিবেশ নষ্ট করবেন না।
এ অবস্থায় বুধবার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে দিনভর সাক্ষী শাহেদা মোশাররফকে জেরা করেন বাবুলের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। বিকেল ৫টায় অসমাপ্ত অবস্থায় জেরা শেষ হয়েছে। আজ অসমাপ্ত জেরা আবারও অনুষ্ঠিত হবে।
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে। খুনের ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা হয়।
- বিষয় :
- মিতু হত্যা
- আদালত