ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ঝুলন্তপাড়ার নারীদের হাঁসের বাচ্চা দেবে কিউএলএফ

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ঝুলন্তপাড়ার নারীদের হাঁসের বাচ্চা দেবে কিউএলএফ

দাকোপের সুতারখালীর কালাবগি সুন্দরবনের ঝুলন্তপাড়া (ছবি-সংগৃহীত)

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ | ১৩:৩০ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ | ১৩:৪৯

খুলনার দাকোপের সুতারখালীর কালাবগি সুন্দরবনের ঝুলন্তপাড়ার অতি নিম্নআয়ের মানুষদের স্বাবলম্বী করতে হাঁসের বাচ্চা বিতরণ করবে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন (কিউএলএফ)। সুন্দরবনের গহীনে কালাবগির পাশে শিবসা ও ভদ্রা নদীর মাঝে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এ জনবসতির ৭০ জন নারীর হাতে তুলে দেওয়া হবে ২ হাজার ১০০টি হাঁসের বাচ্চা। ঝুলন্তপাড়া স্কুল প্রাঙ্গণে শনিবার সকাল ১০টায় এ সহায়তা বিতরণ করা হবে। 

কিউএলএফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই হাঁসের বাচ্চা তিন-চার মাসের মধ্যেই প্রায় তিন কেজি ওজনের হয় এবং ডিম দেওয়া শুরু করে। পাশাপাশি সহায়তা পাওয়া নারীদের একজনকে হাঁসের লালন-পালনের প্রশিক্ষণসহ ডিম থেকে বাচ্চা ফুটানোর ইনকিউবেটর দেওয়া হবে। এই ডিম, হাঁস বিক্রি, ডিম থেকে বাচ্চা ফুটানোর মাধ্যমে নারীরা পর্যায়ক্রমে স্বাবলম্বী হতে পারবেন। একই স্থানে ঝুলন্তপাড়ার নারীদের শাড়ি ও তাদের শিশুদের জন্য জামা-কাপড় দেওয়া হবে। 

উল্লেখ্য, সুন্দরবনের গহীনে কালাবগির পাশে শিবসা ও ভদ্রা নদীর মাঝে জলবায়ুর পরিবর্তনের অভিঘাতে হাজারো মানুষের দুঃখ দুর্দশায় পতিত দরিদ্র জনবসতি ঝুলন্তপাড়া। এটি বাংলাদেশের সর্বশেষ জনবসতি যেখানে কয়েক বছর আগেও স্বাভাবিক জীবনযাপন ছিল। বাঁশের খুঁটি আর গোলপাতা দিয়ে তৈরি ঝুলন্ত ঘরগুলোতে জোয়ারের সময় পানি এসে পাটাতন ডুবে যায় আবার ভাটার সময় পাটাতনের নিচে কাদা জমে থাকে।  বিভিন্ন সময় ঝড়ের ছোবলের শিকার হন তারা। এছাড়া তীব্র শীতও মোকাবিলা করতে হয়। এছাড়া শীতকালে বাঘের ভয়, গরমকালে সাপের ভয় আর সারা বছর কুমির ও দস্যুর ভয় নিয়েই ঝুলন্তপাড়ার মানুষরা টিকে আছেন। 

আরও পড়ুন

×