ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাগেরহাটে ট্রাকচাপায় ইঞ্জিনচালিত ভ্যানের ৩ যাত্রী নিহত

বাগেরহাটে ট্রাকচাপায় ইঞ্জিনচালিত ভ্যানের ৩ যাত্রী নিহত

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি-সমকাল

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪ | ১১:২৪ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ | ১৫:২৭

বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় ইঞ্জিনচালিত ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কে এ ঘটনা ঘটে। 

জানা যায়, মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. সাইদ মোড়ল (৪৫) নামের এক যাত্রী মারা যান। আহত হয় চালকসহ ৪ জন। পরে আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। 

নিহতরা হলেন, রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রেজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল, একই এলাকার এখলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল এবং গাববুনিয়া কুমলাই এলাকার মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মনি মল্লিক। আহত ও নিহতরা সবাই ভ্যানে ছিলেন।

মোহাম্মদ বাবুল আক্তার বলেন, মরদেহগুলো রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×