উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যানচালকের

ছবি: সংগৃহীত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ১২:৫১
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত গাড়ির চাপায় বিল্লাল হোসেন (৩০) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার কাওয়াক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন উল্লাপাড়ার সেনগাঁতী গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, ঘটনার সময় বিল্লাল হোসেন অটোভ্যান নিয়ে বাড়ি থেকে শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। কাওয়াক মোড়ে আকস্মিকভাবে তার ভ্যানের এক্সেল ভেঙে গেলে সেটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি অটোভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বিল্লাল।
আইনি প্রক্রিয়া শেষে তার বিল্লাল হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
- বিষয় :
- উল্লাপাড়া
- সিরাজগঞ্জ
- সড়ক দুর্ঘটনা ২০২৪