ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিশ্বনাথে মেয়রের প্রতিবাদ সভায় হামলা, আহত ১০

বিশ্বনাথে মেয়রের প্রতিবাদ সভায় হামলা, আহত ১০

ছবি- সমকাল

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪ | ০৭:৪৭

সিলেটের বিশ্বনাথে পৌর মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে তাঁর অনুসারীদের ডাকা সভায় পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় হামলা থেকে বাঁচতে দ্রুতবেগে গাড়ি চালিয়ে পালানোর সময় এক নারীসহ তিন পথচারীকে পিষ্ট করেন মেয়রপক্ষের এক কাউন্সিলর।

রোববার বিকেলে উপজেলার নতুন বাজারে মুহিবুরের বাসভবনের সামনে মেয়রপক্ষ ও পৌর আওয়ামী লীগের পাল্টাপাল্টি সভা ডাকাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

হামলা ও গাড়ি চাপায় আহতদের মধ্যে ইংরেজ আলী (৬০), আনোয়ার আলী (৫০), রিংকু দে অপু (২২) নামে তিন ব্যক্তিসহ ছয়জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে অনাস্থা দেন প্যানেল মেয়র রফিক মিয়া ও তিন নারী কাউন্সিলরসহ ছয়জন। এ ঘটনায় মেয়র এবং ওই সাত কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব বাড়ে। এর জেরে গত বুধবার এক নারী কাউন্সিলর তাঁর ওপর হামলার অভিযোগে মুহিবুরকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। পরদিন বৃহস্পতিবার কেবল মেয়র ছাড়া বাকিরা আদালত থেকে জামিন নেন। এরপর মুহিবুরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গতকাল রোববার মেয়রের বাসভবনের সামনে প্রতিবাদ সভার ডাক দেন তাঁর অনুসারীরা। অন্যদিকে মেয়র সমর্থকদের প্রতিবাদ সভা পণ্ড করতে পৌরসভার নারী কাউন্সিলর ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাসনা বেগমের ওপর হামলার অভিযোগে মেয়রের বাসভবনের উল্টোদিকে একই সময়ে প্রতিবাদ সভার ডাক দেন পৌর আওয়ামী লীগের নেতার্মীরা।

পূর্বঘোষণা অনুযায়ী রোববার বিকেল ৩টা থেকে উভয় পক্ষের লোকজন প্রতিবাদ সভায় যোগ দিতে জড়ো হতে থাকে। এক পর্যায়ে বিকেল পৌনে ৪টার দিকে মেয়রের বাসার সামনে জড়ো হওয়া লোকজনের ওপর হামলা চালায় পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মেয়রের বাসার ছাদ থেকে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে তাঁর অনুসারীরা। খবর পেয়ে সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে বিকেল ৫টার দিকে ফজর আলী নামে মেয়রপক্ষের এক কাউন্সিলর নিজ গাড়িযোগে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় তাঁর ওপর হামলা করে প্রতিপক্ষ। এ সময় দ্রুতবেগে গাড়ি চালিয়ে পালানোর সময় এক নারীসহ তিন পথচারীকে পিষ্ট করেন কাউন্সিলর ফজর আলী। পরে থানায় আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন তিনি।

মুহিবুর রহমান জানান, তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে আওয়ামী লীগ নেতার্মীরা। এতে  তাঁর পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল জলিল বলেন, মেয়র অনুসারীরা হামলা করায় তারাও পাল্টা হামলা করেছেন।

বিশ্বনাথ থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তী জানান,  এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×