ফেরিঘাটে টেম্পু চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ফাতেমা তুজ জোহরা
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪ | ১৩:৪৬ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ | ১৩:৪৬
কর্ণফুলী নদীর কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে সিএনজিচালিত টেম্পু চাপা পড়ে ফাতেমা তুজ জোহরা (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে পূর্ব ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
ফাতেমা বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলের হাসানের মেয়ে। তিনি নগরীর হাজেরা তজু ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা তিন ভাই, এক বোন।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেম্পুটি ফেরি থেকে বেইলি ব্রিজ দিয়ে পাড়ে ওঠার চেষ্টা করছিল। সেখানে ব্রিজে ফেরি পারাপারে দুই পাশের লোকজনের ভিড়ও ছিল। টেম্পুটি ব্রেক করলেও বেইলি ব্রিজ ঢালু ও পিচ্ছিল হওয়ায় গাড়িটি দ্রুত পেছনের দিকে নেমে যায়। এ সময় কলেজ শিক্ষার্থী বেইলি ব্রিজের রেলিংয়ের সঙ্গে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন জানান, কলেজ শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরাকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- কালুরঘাট
- বেইলি ব্রিজ
- নিহত