‘হিটস্ট্রোকে’ প্রাক্তন ফুটবলারের মৃত্যু

প্রাক্তন ফুটবলার আব্দুল মতিন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪ | ০৩:৪৮
কিশোরগঞ্জের প্রাক্তন ফুটবলার আব্দুল মতিন (৬৪) মারা গেছেন। সোমবার বিকেল ৫টার দিকে তিনি শহরের কুটিগিদ্দি এলাকার বাসায় জ্ঞান হারিয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আব্দুল মতিন জেলা ফুটবল দলের একজন কৃতী স্ট্রাইকার ছিলেন। আব্দুল মাতিন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তাঁর সময়কার জেলা ফুটবল দলের গোলরক্ষক মোর্শেদ আলম জানান, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে ‘হিটস্ট্রোকে’ মারা গিয়েছেন বলে মন্তব্য করেছেন। ফুটবল রেফারি শামীম খানও হিটস্ট্রোকে মৃত্যুর কথা জানিয়েছেন।
তবে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বলেছেন, গরমের মধ্যে বা রোদের মধ্যে কোনো কঠোর পরিশ্রমের কাজ বা খেলাধুলা করার সময় মারা গিয়ে থাকলে সেটাকে নিশ্চতভাবে হিটস্ট্রোকে মৃত্যু বলা যায়। কিন্তু আব্দুল মতিন যেহেতু বাসায় মারা গেছেন, ফলে হার্ট অ্যাটাকেও মারা গিয়ে থাকতে পারেন বলে তিনি মনে করছেন।
- বিষয় :
- হিট স্ট্রোক
- মৃত্যু
- ফুটবলার
- খেলা