ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন

ছব: সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪ | ১৪:০৬

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতে মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিন তালায় ময়লার ডাস্টবিনের বক্সে কে বা কারা সিগারেটের আগুন ফেলে। বাক্সে আগে থেকেই পুরনো কাগজপত্র ছিল। সিগারেটের আগুন থেকে কাগজপত্র পুড়তে থাকে। আগুনে দেখে আদালত প্রাঙ্গণে থাকা বিচার প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। ডাস্টবিনের বাক্সে ফেলা কাগজপত্র পুড়ে গেছে। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন আগুন নিয়ন্ত্রণ করে। আতঙ্কের কারণে কিছু সময় আদালত এর কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

×