ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ইসি আলমগীর

মন্ত্রী-এমপিরা প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা

মন্ত্রী-এমপিরা প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা

শরীয়তপুরে মতবিনিময় সভায় ইসি আলমগীর। ছবি-সমকাল

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪ | ২০:৫৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ | ২২:৩১

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এমপি-মন্ত্রীদের কেউ কোনো প্রভাব বিস্তার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন। এ সময় তিনি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় এর জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। 

মঙ্গলবার বেলা ৩টার দিকে শরীয়তপুর জেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি মো. আলমগীর হোসেন বলেন, তীব্র তাপদাহের মধ্যে ভোটকেন্দ্র গুলোতে পানি ও স্যালাইনের ব্যবস্থা রাখা হবে। তবে ইভিএম এ ভোট হলেও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র গুলোকে সিসি ক্যামেরার আওতাভুক্ত রাখার কোনো উদ্যোগ নেয়নি নির্বাচন কমিশন। এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট কিংবা সরকারের কোনো কর্মকর্তা কোনো প্রার্থীর পক্ষে যদি প্রভাব বিস্তারের চেষ্টা করে তাহলে আচরণবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

তিনি বলেন, যদি কেউ 'নির্বাচন সুষ্ঠু হয়নি' এমন অভিযোগ তোলেন তাদের সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধেও নির্বাচন কমিশন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। 

মতবিনিময় সভায় শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহবুব আলম, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জেলার ছয়টি উপজেলা নির্বাহী অফিসাররা, থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা। 

আরও পড়ুন

×