ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টাকার প্রলোভন দেখিয়ে অপহরণ করা শিশু উদ্ধার, গ্রেপ্তার ৫

টাকার প্রলোভন দেখিয়ে অপহরণ করা শিশু উদ্ধার, গ্রেপ্তার ৫

ছবি: সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৪ | ১৫:৪০

টাকার প্রলোভন দেখিয়ে কক্সবাজারের টেকনাফে অপহৃত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ সাইফকে (৯) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ নাজিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল তানভির হাসান।

গ্রেপ্তারকৃতরা হল- টেকনাফের হ্নীলা জাদিমুড়া এলাকার নুর আলমের ছেলে মো. সাব্বির (১৭), ছৈয়দ হোসেনের ছেলে মো. আবদুল্লাহ (১৬), আবুল কালামের ছেলে আক্তার কামাল (১৬), শালবন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প ব্লক-এ/৫ এর আবুল ফয়েজ মাঝির ছেলে হাসান বশর (১৯), নাজিরপাড়ার ঠাণ্ডা মিয়ার ছেলে সেলিম (৪৭)।

লেফটেন্যান্ট কর্নেল তানভির হাসান জানান, ‘গেল ২৮ এপ্রিল মাদ্রাসা থেকে বাড়ির ফেরার পথে টেকনাফের নয়াপাড়া শাল বাগান এলাকা থেকে সাইফ নামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অপহরণ হয়। অভিযোগ পেয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে অপহৃত সাইফকে উদ্ধার করে অপহরণ চক্রের ৫ জনকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাইফকে টাকার প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত  ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় এজাহার দায়ের করা হয়েছে।’
 

আরও পড়ুন

×