ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মে দিবসের কর্মসূচিতে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

মে দিবসের কর্মসূচিতে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

ছবি- সংগৃহীত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৪ | ২১:৪১

গাইবান্ধার পলাশবাড়ীতে মে দিবসের র‍্যালি ও আলোচনা সভায় অংশ নিতে এসে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে সাইদুল ইসলাম (৫৫) নামে এক মোটর শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ টাউন হলরুমে এ ঘটনা ঘটে।

সাইদুল ইসলাম উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলের পাড়া গ্রামের মোজ্জাম্মেল হোসেন মোজার ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন উপজেলা পরিষদের টাউন হলরুমে মে দিবসের র‍্যালি ও আলোচনা সভা আয়োজন করে। কর্মসূচিতে অংশ নিতে এসে জেলার মাঠেরহাট আঞ্চলিক শাখার মোটর শ্রমিক সদস্য সাইদুল ইসলাম অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন।

এ সময় সাইদুলকে পলাশবাড়ী কেন্দ্রীয় মসজিদে নিয়ে শরীরে ও মাথায় পানি দেওয়া হলেও বাঁচানো যায়নি।

সাইদুলের মৃত্যুতে গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকগণ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন

×