ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাঠে লবণ তুলতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

মাঠে লবণ তুলতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে বৃষ্টি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৪ | ১৭:২৭ | আপডেট: ০২ মে ২০২৪ | ১৭:৩৩

কক্সবাজারে বৃহস্পতিবার ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। সকাল ৯টা থেকে তা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে রূপ নেয়। এ সময় বজ্রপাতে পেকুয়া উপজেলায় দুই লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। তিনি জানান, বজ্রপাতে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়ার জামাল উদ্দিনের ছেলে আরফাতুর রহমান (২০) ও মগনামা ইউনিয়নের কুদাইল্যাদিয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (৩৯) মারা গেছেন। দিদারুল কয়েক বছর ধরে শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার ভোর চারটার দিকে পেকুয়ায় তীব্র বজ্রপাত শুরু হয়। এ সময় মগনামার কুদাইল্যাদিয়া এলাকায় মাঠের লবণ কুড়াতে বের হন দিদারুল ইসলাম। অন্যদিকে রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়া এলাকায় মাঠের লবণ গর্তে ঢুকিয়ে সংরক্ষণের জন্য পলিথিন মোড়াচ্ছিলেন আরফাতুর রহমান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারে মৃত্যু হয়।

কক্সবাজার আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ তোফায়েল হোসেন বলেন, ‘ভোরের বৃষ্টিটা গুড়িগুড়ি ছিল। মূলত বৃষ্টি হয়েছে সকাল ৯টার পর থেকে। বেলা ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী আরও ২ থেকে ৩ দিন কক্সবাজারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
 

আরও পড়ুন

×