দেশের নির্বাচন ব্যবস্থা এখন নির্বাসনে: রংপুরে সুজন সম্পাদক

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার
রংপুর অফিস
প্রকাশ: ০৪ মে ২০২৪ | ২২:৩১
সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের নির্বাচনব্যবস্থা এখন নির্বাসনে চলে গেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে রাজনীতিবিদদের ভাবতে হবে– তারা জাতিকে কোথায় নিয়ে যেতে চান। তাদের দেখতে হবে, যে উদ্দেশ্যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি কিনা। রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। কিন্তু তারা যদি নির্বাচনে যাওয়ার সুযোগই না পায়, তাহলে রাজনৈতিক দল থাকা অর্থহীন।
শনিবার রংপুরের আরডিআরএস মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর বিভাগীয় কমিটির মতবিনিময় ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. বদিউল আলম বলেন, গণতন্ত্র মানেই মানুষের সম্মতির শাসন। এ সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয় নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচন হতে হয় অংশগ্রহণমূলক, যাতে ভোটাররা প্রভাবমুক্ত থেকে ভোট দিতে পারেন। বর্তমানে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। সচেতন নাগরিকদের সোচ্চার হয়ে সংগঠিত করতে হবে।
তিনি বলেন, আমাদের মুদ্রাস্ফীতি, ডলার সংকট, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, সুশাসনের অভাব– এসবের বিষয়ে প্রায় সবাই একমত। এ থেকে মুক্তি পেতে সোচ্চার হয়ে রাজনীতিবিদদের ঘুম ভাঙাতে হবে।
এ সময় রংপুর জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, রংপুর বিভাগীয় সমন্বয়ক রাজেশ দেসহ বিভাগের আট জেলার সুজনের সংগঠকরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- সুজন
- রংপুর
- নির্বাচন ব্যবস্থা