ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘জটিল রোগে আক্রান্ত শিশু-বৃদ্ধদের হাসপাতালে আগে ভর্তি করতে হবে’

তাপপ্রবাহ থেকে রক্ষায় নীতিমালা

‘জটিল রোগে আক্রান্ত শিশু-বৃদ্ধদের হাসপাতালে আগে ভর্তি করতে হবে’

তাপপ্রবাহ থেকে রক্ষায় নীতিমালা উন্মোচন অনুষ্ঠান। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৪ | ১৬:৫৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সারা পৃথিবীতে পড়ছে। দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা হবে তা আমরা কখনও চিন্তা করিনি। একইভাবে বাংলাদেশে তীব্র গরমে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আমরা হাসপাতালগুলোকে নির্দেশনা দিয়েছি, যেসব রোগীদের সার্জারি বা চিকিৎসা কিছু সময় পরে করা যাবে তাদের ভর্তি না করতে। বিশেষ করে জটিল রোগে আক্রান্ত শিশু-বৃদ্ধদের আগে হাসপাতালে ভর্তি করতে হবে।

আজ রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তীব্র তাপপ্রবাহের প্রভাবে বাংলাদেশে অকাল জন্ম এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় নীতিমালা উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার তুলনায় গ্রামাঞ্চলে তাপমাত্রা বেশি হলেও এখানে গরমের তীব্রতা অনেক বেশি। এর কারণ এখানে নির্বিচারে গাছ কেটে ফেলা হয়েছে। সুতরাং নগরবিদরা এই দিকগুলোতে যদি নজর দেন, তাহলে হয়তো গরমের তীব্রতা থেকে কিছুটা হলেও কমতো।

ডা. সামন্ত লাল সেন আরও বলেন, এ বছরই গরম থেমে যাবে এমনটা না। গরম আরও বাড়তে পারে, বা এমনই থাকতে পারে। এরই মধ্যে এই নীতিমালা এলাকায় পাঠানো হয়েছে। অনলাইনে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্কুলগুলোতেও লিফলেট বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এই গরমের মধ্যে কীভাবে মানুষকে সুস্থ-সবল রাখতে পারি। সেই লক্ষে আমাদের কার্যক্রম চলছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, ইউনিসেফ বাংলাদেশের ডিপুটি রিপ্রেজেন্টেটিভ এমা ব্রিংহাম প্রমুখ।

আরও পড়ুন

×