ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঝড়বৃষ্টির পর হালদায় ডিম ছাড়ছে মা মাছ

ঝড়বৃষ্টির পর হালদায় ডিম  ছাড়ছে মা মাছ

হালদায় মা মাছের ডিম ছাড়া মাত্রই জেলেদের উৎসব। মঙ্গলবার বিকেলের ছবি খবর : পৃষ্ঠা-৩ মো. রাশেদ

 রাউজান ও হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ০৮ মে ২০২৪ | ০১:০১

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ। গতকাল মঙ্গলবার সকাল ৬টার পর থেকে ১০৬ কিলোমিটার দীর্ঘ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ডিম সংগ্রহ করেছেন জেলেরা। পরিমাণে কম হওয়ায় জেলা ও উপজেলা মৎস্য অফিস নমুনা হিসেবে ডিম ছাড়ার কথা বললেও সংগ্রহকারীদের বক্তব্য– পূর্ণাঙ্গ ডিমই ছেড়েছে মা মাছ। 

গতকাল হালদার রাউজান উপজেলার মদুনাঘাট চইল্যাখালী, কাগতিয়ার আজিমের ঘাট, সিপাহির ঘাট, খলিফারঘোনা, পশ্চিম গহিরা অংকুরী ঘোনা, বিনাজুরী, সোনাইর মুখ, আবুরখীল, সত্তারঘাট, দক্ষিণ গহিরা, মোবারকখীল, গড়দুয়ারা, নাপিতের ঘাট, আমতুয়া এবং হাটহাজারী উপজেলার রামদাশ মুন্সিরহাট, মাছয়াঘোনা, নয়াহাটসহ বিভিন্ন পয়েন্টে দিনভর জেলেদের ডিম সংগ্রহ করতে দেখা গেছে।

তারা জানান, গত রবি ও সোমবার টানা বৃষ্টির পর হালদায় মা মাছের আনাগোনা বাড়ে। মঙ্গলবার ভোরে ডিম ছাড়ে মা মাছ। গত দুই দিন কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে অনেকেই এ সংবাদ জানতে পারেননি। এ কারণে মদুনাঘাট এলাকার জেলেরা ভোরে নদীতে নেমে আশানুরূপ ডিম পেলেও অন্য পয়েন্টে সংগ্রহকারীরা নদীতে নামেন সকাল ৮টার দিকে। 
উরকিরচর মইশকরম এলাকার ডিম সংগ্রহকারী পাকিরাম দাশ, হরিরঞ্জন দাশ ও সন্তোষ দাশ জানান, সকাল ৬টায় ভাটার শেষে মদুনাঘাট চইল্যাখালী এলাকায় ১১টি নৌকা নিয়ে ডিম সংগ্রহ করেছেন। প্রতিটি নৌকায় গড়ে ২ থেকে আড়াই বালতি করে ডিম পেয়েছেন। 

হালদা গবেষক চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রধান শফিকুল ইসলাম বলেন, হালদায় ডিম ছেড়েছে কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ) মাছ। সোমবার বজ্রপাতসহ ব্যাপক বৃষ্টিতে হালদায় পাহাড়ি ঢল প্রবেশ করায় ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়।  ৬ থেকে ১০ মে পর্যন্ত হালদায় কার্প জাতীয় মাছের ডিম ছাড়ায় ‘অমাবস্যার জো’ চলছে। 

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, হালদায় মা মাছ নমুনা ডিম ছেড়েছে। তবে ডিমের পরিমাণ কিছুটা বেশি। রাতে বজ্রসহ পর্যাপ্ত বৃষ্টি হলে পুরোদমে ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে। 
সংশ্লিষ্টরা জানান, প্রতি বছর এপ্রিল থেকে মে মাসের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হালদায় কার্প জাতীয় মাছ ডিম ছাড়ে। এবার ডিম ছাড়ার একটি উপযুক্ত সময় চলে গেছে। ডিম সংগ্রহকারীরা জানান, আগামী ১৬ থেকে ২২ মে, ১ থেকে ৬ জুন এবং ১৬ থেকে ১৯ জুন হালদায় কার্প জাতীয় মাছের পুরোদমে ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন

×