সুবর্ণচর উপজেলা নির্বাচন
বৃষ্টিতে ম্লান ভোট

সুবর্ণচরে ভোটগ্রহণের আগ মুহূর্তে শুরু হয় বৃষ্টি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৪ | ০৯:৫৪ | আপডেট: ০৮ মে ২০২৪ | ১০:৪২
আগের রাতেও আকাশে মেঘ ছিল না। কিন্তু রাত পোহাতেই সে দৃশ্য উধাও। সকাল সাড়ে সাতটা থেকেই শুরু হয় বৃষ্টি। এ অবস্থায় ভোটাররাও পড়েন দোটানায়।
বৃষ্টিকে সঙ্গী করে শুরু হয় উপকূলীয় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃষ্টির কারণে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি একেবারেই কম লক্ষ্য করা গেছে। আবহাওয়া স্বাভাবিক হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে এসেছেন ষাটোর্ধ্ব আহমদুল হক। তিনি বলেন, ‘বৃষ্টি হওয়ার আগে আগেই কেন্দ্রে চলে এসেছি, যাতে বৃষ্টিতে ভিজতে না হয়। কিন্তু আসার সময়েই বৃষ্টি শুরু হয়ে যায়। তারপরও পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছি।’
পছন্দের প্রার্থীর কাছে আপনার প্রত্যাশা কী- জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চাই চরাঞ্চলের উন্নয়ন। রাস্তাঘাটের উন্নয়ন চাই। কিশোরগ্যাং বন্ধ হোক। সব মিলিয়ে জনগণের জন্য কাজ করবেন তিনি এটাই প্রত্যাশা।’
সুবর্ণচরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান খায়রুল আনম চৌধুরী সেলিমের সঙ্গে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী লড়াই করছেন।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. নওয়াবুল ইসলাম জানান, ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত সুবর্ণচর উপজেলা নির্বাচনে ৬১টি ভোট কেন্দ্রের ৫০২টি ভোট কক্ষে ১ লাখ ১৯ হাজার ৫৭৮ জন পুরুষ ও ১ লাখ ৫ হাজার ৬০৯ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি বলেন , বৃষ্টি হলেও সুষ্ঠু পরিবেশে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হবে।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, পুলিশ ও আনসারের পাশাপাশি এখানে ৪ প্লাটুন বিজিবি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক কাজ করছেন। এছাড়া ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে আছেন ।
পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পুলিশ, আনসার দায়িত্ব পালনের পাশাপাশি ৮টি ইউনিয়নে দুটি করে স্ট্রাইকিং ১৬টি স্ট্রাইকিং টিম ও টহল টিম আছে।