ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফরিদপুরে ভোট সুষ্ঠু হচ্ছে: এ. কে. আজাদ এমপি

ফরিদপুরে ভোট সুষ্ঠু হচ্ছে: এ. কে. আজাদ এমপি

ফরিদপুর শহরের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন এ. কে. আজাদ এমপি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৪ | ১২:০৬ | আপডেট: ০৮ মে ২০২৪ | ১৫:২৯

ফরিদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ। বুধবার সাড়ে ১১টার দিকে শহরের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এ কেন্দ্রে মোট ভোটার ৩৯৩৬। 

ভোট দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন এ. কে. আজাদ এমপি। তিনি বলেন, ফরিদপুর সদর উপজেলায় ভোট সুষ্ঠু হচ্ছে। ভোটার উপস্থিতি কম হলেও সবাই নির্ভয়ে ভোট দিতে আসছেন। কারও ভেতরে কোনো শঙ্কা নেই। জাতীয় নির্বাচনের পর ভয়ের পরিবেশ অনেকটা কমে গেছে।

প্রিজাইডিং অফিসার মাহবুবুর রহমান সমকালকে বলেন, সকাল সাড়ে দশটা পর্যন্ত কেন্দ্রটিতে ৭০ জন ভোট দিয়েছেন। 
 

আরও পড়ুন

×