হালুয়াঘাটে জাল ভোট দিতে গিয়ে আটক ৪

ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ও হালুয়াঘাট সংবাদদাতা
প্রকাশ: ০৮ মে ২০২৪ | ১৪:৪২ | আপডেট: ০৮ মে ২০২৪ | ১৫:৪৫
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে জোরপূর্বক ভোট দিতে আসা ও কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে ভোট কেন্দ্র থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী।
আটকরা হলেন, জালাল উদ্দিন (৪৬), বোরহান উদ্দিন (১৮), ঝুলন আচার্য (৫০) ও সুমন আচার্য (২১)। তারা সবাই স্থানীয় বাসিন্দা।
উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসার মো. জাকির হোসেন বলেন, সকাল সাড়ে ১০টায় কেন্দ্রটির কয়েকটি বুথে সমস্যার সৃষ্টি হয়। কয়েকজন বুথে ঢুকে দ্বিতীয়বার ভোট দেওয়ার চেষ্টা করেছিল। আমরা সঙ্গে সঙ্গে তাদের আটক করি। তাদেরকে ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, উপজেলার ৯৪টি ভোট কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোটার এ কেন্দ্রটিতে। এখানে মোট ভোটার ৪ হাজার ৩৫১ জন। দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে মোট ভোট পড়ে ১ হাজার ২৯৩টি। যা মোট ভোটের ২০.৫২ শতাংশ।
- বিষয় :
- আটক
- উপজেলা নির্বাচন
- হালুয়াঘাট