ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বঙ্গোপসাগরে ১৬ ট্রলার ডুবি: ৪৪ জনকে জীবিত উদ্ধার

এখনও নিখোঁজ অনেকে

বঙ্গোপসাগরে ১৬ ট্রলার ডুবি: ৪৪ জনকে জীবিত উদ্ধার

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো ও আনোয়ারা সংবাদদাতা

প্রকাশ: ০৮ মে ২০২৪ | ২১:২২ | আপডেট: ০৮ মে ২০২৪ | ২১:২৭

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের চট্টগ্রামের আনোয়ারা উপকূলে লবণবাহী ১৬টি ট্রলার ডুবে গেছে। বুধবার ভোরে উপকূলের ২ নটিক্যাল মাইল দূরে শঙ্খ নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা ৪৪ জনকে জীবিত উদ্ধার করেন। এখনও অনেক মাঝিমাল্লা ও শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

কুতুবদিয়ার এমভি তৌফিক ইলাহি ট্রলারের মাঝি মানিক মিয়া জানান, মঙ্গলবার বিকেলে কুতুবদিয়া থেকে লবণ বোঝাই করে তারা চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। বুধবার ভোরে আনোয়ারা উপকূলে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারসহ ১৬টি ট্রলার ডুবে যায়। প্রতিটি ট্রলারে অন্তত ছয়জন মাঝিমাল্লা ছিলেন। দুর্ঘটনায় ট্রলারগুলোতে থাকা প্রায় ৩০ হাজার মণ লবণ ডুবে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন জানান, খবর পেয়ে কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে চারটি ট্রলার ও ৪৪ মাঝিমাল্লাকে উদ্ধার করেন। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: কালবৈশাখী ঝড়ে বঙ্গোপসাগরে ডুবল ১৬ ট্রলার, নিখোঁজ ৭২

কোস্টগার্ড পূর্বাঞ্চলের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুয়াইব বিকাশ জানান, তাদের টহল জাহাজ অপূর্ব বাংলা সাঙ্গু নদীর মোহনায় ভাসমান ২৬ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করে।

নগরের পতেঙ্গায় কোস্টগার্ড পূর্বাঞ্চলের ক্যাম্পে নিয়ে প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা শেষে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

বার আউলিয়া ঘাট নৌ পুলিশের ইনচার্জ টিটু দত্ত জানান, তাদের সদস্যরা ১৮ মাঝিমাল্লাকে উদ্ধার করেন। পরে স্বজনরা এসে তাদের বাড়ি নিয়ে যান।

আরও পড়ুন

×