ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এক বছর পর নির্বাচনী এলাকায় ড. মোশাররফ 

এক বছর পর নির্বাচনী এলাকায় ড. মোশাররফ 

দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন

কুমিল্লা ও দাউদকান্দি প্রতিনিধি 

প্রকাশ: ১০ মে ২০২৪ | ২২:০৪

এক বছর পর শুক্রবার নিজ নির্বাচনী এলাকা দাউদকান্দিতে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। এ সময় অসুস্থ ড. মোশাররফের সঙ্গে সাক্ষাৎ করতে তার কাছে যান দাউদকান্দি, তিতাস, হোমনা ও মেঘনা উপজেলার দলীয় নেতাকর্মীরা। বিএনপির এই প্রবীণ নেতা সমবেত নেতাকর্মীদের খোঁজ খবর নেন এবং কুশল বিনিময় করেন। এ সময় পৌর বিএনপির উদ্যোগে দাউদকান্দি উপজেলা সদরের বাসায় ড. মোশাররফের সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে ড. খন্দকার মোশাররফ হোসেন কোনো রাজনৈতিক বক্তব্য দেননি। পরে তিনি দাউদকান্দি পৌর এলাকার নাগেরকান্দি গ্রামে যান। সেখানে পারিবারিক কবরস্থানে নানা-নানি ও শশুর-শাশুড়ির কবর জিয়ারত করেন। 

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। বিকেলে তিনি নিজ গ্রাম গয়েশপুরে তার বাসায় পৌঁছান। 

এর আগে গত বছরের ১৭ জুন হ্ঠাৎ অসুস্থ পড়লে ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। কিছুটা সুস্থ হলে দেশে ফিরে আসেন। পরবর্তীতে তাকে আবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

×