ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

কভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলের ২ আরোহীর

কভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলের ২ আরোহীর

প্রতীকী ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৪ | ২৩:৪৯

গাজীপু‌রের কোনাবাড়ীতে কভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার আটটার দিকে কোনাবাড়ী মেট্রো থানার বাইমাইল এলাকায় এ দুর্ঘটনায় আরেকজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- ময়মন‌সিং‌হের নান্দাইলের মোয়া‌জ্জেমপুর গ্রা‌মের মারফত আলী সরকা‌রের ছে‌লে মঞ্জুর সরকার (৩৮) এবং এহসান হাসানের বা‌ড়ি বগুড়ার মোকাতলা উপ‌জেলা সদ‌রে। আর আহত আব্দুল হা‌মিদের বাড়ি পাবনা সদর উপ‌জেলায় বলে জানা গেছে। হতাহত সক‌লেই গাজীপু‌র মহানগ‌রের কোনাবা‌ড়ি হ‌রিণাচালা এলাকায় বাসা ভাড়ায় থে‌কে ঝু‌টের ব্যবসা কর‌তেন।

নাওজোড় হাইওয়ে পুলিশ জানান, শুক্রবার রাত ৮টার দি‌কে তিনজন কোনাবা‌ড়ী থে‌কে মোটরসাইকে করে ঢাকায় রওনা হ‌লে বাইমাইল ব্রিজের ওপর পিছন দিক থে‌কে এক‌টি কভার্ডভ্যান তাদের চাপা দি‌য়ে পা‌লি‌য়ে যায়। এতে ঘটনাস্থ‌লেই মঞ্জুর সরকার ও এহসান হাসান মারা যায়। আহত হয় আব্দুল হা‌মিদ।

নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদৎ হোসেন জনান, নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×