ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চলাচলের রাস্তায় বেড়া, অবরুদ্ধ পরিবার

চলাচলের রাস্তায় বেড়া, অবরুদ্ধ পরিবার

চলাচলের রাস্তায় বেড়া দেওয়া যেতে পারছেন না এক পথচারী। ছবি: সমকা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৪ | ১৮:৪৬

ফুলবাড়ীতে কোনো কারণ ছাড়াই বেড়া দিয়ে রাজকুমার রবিদাসের পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন প্রতিবেশী। উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামের প্রভাবশালী আলতাফ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এদিকে চলাচলের পথ না পেয়ে বাড়ির পেছনে অন্যের ফসলি জমির আইল দিয়ে যাতায়াত করতে হচ্ছে ভুক্তভোগী পরিবারটিকে। প্রতিকার চেয়ে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তারা। 

জানা গেছে, প্রভাবশালী হওয়ায় আলতাফ হোসেন ও তাঁর পরিবারের লোকজন প্রায়ই রাজকুমার রবিদাসের পরিবারের সঙ্গে বিবাদে জড়ান। গত ২ মে কোনো কারণ ছাড়াই তারা রাজকুমার রবিদাসের চলাচলের রাস্তায় বাঁশ ও কাঠ দিয়ে বেড়া দিয়েছেন। এতে রবিদাসের পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। তাদের অন্যের জমির আইল দিয়ে চলাচল করতে হচ্ছে। এ ঘটনায় পরিবারটি থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এরপর থেকেই আলতাফ হোসেনের লোকজন তাদের হুমকি দিয়ে আসছে।

এ বিষয়ে কথা বলতে আলতাফ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


 

আরও পড়ুন

×