আশুগঞ্জে সাবস্টেশনে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) ১৩২ কেভি সাবস্টেশন। ফাইল ছবি
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৪ | ০১:২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) ১৩২ কেভি সাবস্টেশনে বিদ্যুৎস্পর্শে মোবারক মিয়া (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় সাবস্টেশনটির দুটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সাবস্টেশনটির সঙ্গে যুক্ত তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে যায়। পরে বিকল্প উপায়ে ইউনিটগুলো চালু করা হয়েছে।
মৃত মোবারক ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গলদবাড়ী এলাকার হাবিব মিয়ার ছেলে। কর্মসূত্রে পরিবারটি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করে আসছে।
এপিএসসিএল, পুলিশ ও মোবারকের স্বজনরা জানান, বিদ্যুৎকেন্দ্রের ভেতর ড্রেনসহ আরও কিছু সংস্কার কাজ করছে স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের ৮-১০ জন শ্রমিক গতকাল সাবস্টেশনের পাশে কাজ করছিল। ওই সময় মোবারক টয়লেটে যাবে বলে সাবস্টেশনের ভেতরে যায়। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। পরে অন্যরা গিয়ে সাবস্টেশনের ভেতর মোবারকের আগুন-পোড়া মরদেহ পান।
আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহম্মেদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
এদিকে বিস্ফোরণের পর ১৩২ কেভির সাবস্টেশনটিতে যুক্ত ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, ৫৫ মেগাওয়াটের প্রিসিশন এনার্জি এবং ৫৩ মেগাওয়াটের গ্যাস ইঞ্জিন ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে দুটি ইউনিট উৎপাদনে ফেরে। আর ২২৫ মেগাওয়াটের ইউনিটটি উৎপাদনের প্রক্রিয়ায় রয়েছে।
এপিএসসিএলের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) প্রকৌশলী আব্দুল মজিদ জানান, ২৩০ কেভি এবং ৪০০ কেভির বাকি দুটি সাবস্টেশনের মাধ্যমে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। ১৩২ সাবস্টেশনকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২-১ দিনের মধ্যে মেরামত শেষে এটি চালু করা হবে।
এপিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইয়েদ একরাম উল্ল্যাহ বলেন, ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
- বিষয় :
- আশুগঞ্জ
- বিদ্যুৎস্পৃষ্ট
- শ্রমিক নিহত