ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ক্ষেত পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

ক্ষেত পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

ছবি- সমকাল

হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রকাশ: ১৩ মে ২০২৪ | ১২:০১

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী ধোপাজুরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ উদ্দিন (৭০) উপজেলার বানাইচিরিঙ্গি পাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষক আলতাফ উদ্দিন তার বাড়ির ৪০০ মিটার দুরে ধোপাজুরি পাহাড়ের ঢালে আবাদ করা বোরো ক্ষেতের পাকা ধান কেটে রেখেছিলেন। গতকাল রাতে ছেলে হানিফকে নিয়ে ক্ষেত পাহারা দিতে যান তিনি। রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি হাতি ক্ষেতে আক্রমণ চালালে হানিফ দৌঁড়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হলেও আলতাফ আর ফিরে আসতে পারেনি।

এ সময় হাতির আক্রমণের শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় জয়রামকুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের সদস্য আক্কাস আলী জানান, গত কয়েক বছর সীমান্তবর্তী এলাকাবাসী নির্ঘুম রাত কাটাচ্ছে। হাতির আক্রমণে প্রায়ই কৃষক মারা যাচ্ছে।

ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা লোকমান হাকিম জানান, নিহত কৃষকের পরিবারকে বন বিভাগের কাছে আবেদন করতে বলা হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে বন বিভাগ থেকে তার পরিবারকে ৩ লাখ টাকা সহায়তা করা হবে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×