মেয়ের বাড়ি থেকে যুদ্ধাপরাধ মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক। ছবি: সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৪ | ১৫:৩৬ | আপডেট: ১৩ মে ২০২৪ | ১৫:৩৬
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি আবু বক্কর সিদ্দিককে (৮০) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা (মুন্সিগঞ্জ) এলাকার মৃত মান্দার সর্দারের ছেলে।
আজ সোমবার দুপুরে কুমিল্লা নগরীর শাকতালায় র্যাব ১১ সিপিসি ২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার মাহমুদুল হাসান।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে পলাতক। গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় তার মেয়ের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে।
- বিষয় :
- যুদ্ধাপরাধী
- সাতক্ষীরা
- কুমিল্লা
- র্যাব