গোপালগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

ওসিকুর ভুঁইয়া
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৪ | ০১:৪১
গোপালগঞ্জের সদর উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় দু’পক্ষের গোলাগুলিতে ওসিকুর ভুঁইয়া নামে এক যুবক নিহত ও ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চন্দ্রদিঘলিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় মূলত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বি এম লিয়াকত আলীর সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকদের এ সংঘর্ষ হয়।
নিহত ওসিকুর চন্দ্রদিঘলিয়া গ্রামের ভূঁইয়াপাড়ার জলিল ভূঁইয়ার ছেলে। তিনি চন্দ্রদিঘলিয়া বাজারে চা বিক্রি করতেন। ওসিকুর উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বি এম লিয়াকত আলীর সমর্থক ছিলেন।
আহতদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় চন্দ্রদিঘলিয়া বাজারে নির্বাচনে বিজয় প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার দুই সমর্থকের সঙ্গে পরাজিত প্রার্থী লিয়াকত আলীর এক সমর্থকের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে রাত ৮টার দিকে উভয় গ্রুপ চন্দ্রদিঘলিয়া বাজারে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। ভাঙচুর করা হয় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর।
নিহত ওসিকুরের মা জবেদা বেগম বলেন, আমার ছেলে লিয়াকত আলীর হয়ে নির্বাচন করেছিল। সন্ধ্যার পর বাজারে সে ওষুধ কিনতে যায়। এ সময় কামরুজ্জামানের লোকজন আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে।
পরাজিত প্রার্থী বি এম লিয়াকত আলী বলেন, ওসিকুর আমার ভাতিজা। সে আমার নির্বাচন করায় কামরুজ্জামানের হুকুমে তার সমর্থকরা গুলি করে ওসিকুরকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে জানতে একাধিকবার বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়াকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।