শ্রীপুরে প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৪ | ০৫:২১ | আপডেট: ১৬ মে ২০২৪ | ১৩:২৭
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল বুধবার কমিশন সচিবালয়ে শুনানি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বারবার আচরণবিধি লঙ্ঘন করায় জামিলকে গতকাল ঢাকায় তলব করেছিল ইসি। তিনি হাজির হয়ে ব্যাখ্যা দেন। তবে তাঁর ব্যাখ্যায় ইসি সন্তুষ্ট হয়নি। প্রার্থী দুর্জয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসীর ভাই।
শুনানি শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, আচরণবিধি ভঙ্গ করায় জামিল হাসানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। শুনানির পর নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়।
এদিকে ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার ঘটনায় ইসিতে এসে দুঃখ প্রকাশ করেছেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিক। ইসির অতিরিক্ত সচিব বলেন, সংসদ সদস্য কমিশনের শুনানিতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ক্ষমা চাওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে ইসি।
গাজীপুর প্রতিনিধি জানান, দুর্জয়ের প্রার্থিতা বাতিলের খবরে হতাশ হয়ে পড়েছেন তাঁর কর্মী-সমর্থকরা। ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁর সমর্থকরা।
- বিষয় :
- শ্রীপুর