ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হচ্ছেন নৌকার প্রার্থী

ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হচ্ছেন নৌকার প্রার্থী

নায়েব আলী জোয়ার্দ্দার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৪ | ১৬:৫২ | আপডেট: ১৮ মে ২০২৪ | ১৭:২৪

ঝিনাইদহ-১ ( শৈলকুপা) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় আর কোনো বাধা না থাকায় একমাত্র বৈধ প্রার্থী হিসাবে নৌকা মার্কার নায়েব আলী জোয়ার্দ্দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন বলে জানান ঝিনাইদহ-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোখলেছুর রহমান।

প্রার্থীতা প্রত্যাহারের দুই প্রার্থী হলেন- স্বতন্ত্রের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম ও খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, উপনির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ ১৮ মে শনিবার। শেষ দিনে ৩ জন প্রার্থীর মধ্যে খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের আব্দুল আলিম ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এ কারণে একমাত্র বৈধ প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার নায়েব আলী জোয়ার্দ্দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

উল্লেখ্য, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই গত ১৬ মার্চ মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

×