ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যকর হয়নি বরিশালে

লিখিত নির্দেশনার অপেক্ষায় পাম্প মালিক

‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যকর হয়নি বরিশালে

নো হেলমেট, নো ফুয়েল– নির্দেশনা থাকলেও তা অমান্য করে বরিশালে আগের মতোই মোটরসাইকেলে দেওয়া হচ্ছে জ্বালানি তেল। শনিবার নগরীর ইসরাইল তালুকদার পেট্রোল পাম্প থেকে তোলা সমকাল

 বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৮ মে ২০২৪ | ২৩:৪৩

দুর্ঘটনা ঠেকাতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বরিশালের বেশির ভাগ পাম্পে মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকলেও জ্বালানি দেওয়া হচ্ছে। পাম্প মালিকরা বলছেন, তারা নির্দেশনার বিষয়টি শুনলেও এ-সংক্রান্ত লিখিত নোটিশ পাননি। 
সম্প্রতি রাজধানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। সেখানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি গ্রহণের কথা বলেন। এর পর নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন জেলায় কাজ শুরু করে পুলিশ। 

বরিশাল মেট্রাপলিটন এলাকায় পেট্রোল পাম্প রয়েছে ২০টি। ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়ন ঘোষণার তিন দিন পার হলেও পাম্পগুলোতে তা মানা হচ্ছে না। গতকাল শনিবার বরিশাল নগরের নতুনবাজার এলাকার মেসার্স ইসরাইল তালুকদার পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের কাছে তেল বিক্রি করা হচ্ছে। অন্যান্য পাম্পেও একই চিত্র দেখা গেছে। ইসরাইল পাম্পের ব্যবস্থাপক আব্দুর রব বলেন, আমরা শেুনেছি এ রকম একটি নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু লিখিত কোনো নির্দেশনা আমাদের হাতে পৌঁছায়নি। তার পরও মোটরসাইকেল চালকদের হেলমেট পরে তেল নিতে আসতে বলছি। এ নিয়ে বেশির ভাগ ক্রেতার সঙ্গে বাগ্‌বিতণ্ডা হচ্ছে। 
বরিশাল মেট্রোপলিটন পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়ালী মো. খান শাওন জানান, বিষয়টি সম্পর্কে মেট্রোপলিটন পুলিশ শুক্রবার তাদের মৌখিকভাবে জানিয়েছে। লিখিত নোটিশ পাইনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি ট্রাফিক তানভীর আরাফাত বলেন, নগরের পাম্পগুলোতে মৌখিক নির্দেশনা দিয়েছি। আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বরিশাল বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান বলেন, সম্প্রতি নো হেলমেট, নো ফুয়েল নির্দেশনার বিষয়ে শুনেছি। তবে লিখিত নোটিশ পাইনি; পেলে নির্দেশনাটি বাস্তবায়নে কাজ করব।

আরও পড়ুন

×