নির্বাচনী সহিংসতায় ওসিকুর হত্যা
ডিসি অফিস ঘেরাও করে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি

ছবি: সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৪ | ২২:৫৬
গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসিকুর ভূঁইয়া নামে যুবক নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাওয়া হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে গতকাল রোববার জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় ঘেরাও করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছেন নিহতের স্বজন ও ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মী।
কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিএম লিয়াকত আলীর কর্মী-সমর্থক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কার্যালয়টি ঘেরাও করে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। কিছুক্ষণ অবস্থানের পর স্মারকলিপি দিয়ে স্থান ত্যাগ করেন তারা।
এর আগে গত ১৪ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থকদের মধ্যে চন্দ্রদিঘলিয়া বাজারে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের গুলিতে ওসিকুর নিহত হন। আহত হন আরও পাঁচজন। এ ঘটনায় নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে ১৭ মে বিজয়ী চেয়ারম্যান লুটুলসহ ৭৩ জনের নামে সদর থানায় মামলা করলেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।