রাঙামাটিতে শান্তিপূর্ণ ভোট, নারী ভোটারদের উপস্থিতি বেশি

কাপ্তাইয়ের মুরালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটার
রাঙামাটি অফিস
প্রকাশ: ২১ মে ২০২৪ | ১০:১৭
রাঙামাটির কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলায় শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলার গ্রাম এলাকার মুরালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লম্বা সারি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশি।
তবে উপজেলা সদরের কেন্দ্রগুলো আলাদা চিত্র দেখা গেছে। উপজেলা সদরের বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ ও
কেআরসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘুরে দেখা গেছে, সেখানে ভোটারদের উপস্থিতি কম।
কেআরসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তীর্থজিৎ রায় জানান, এ কেন্দ্রে ভোটার রয়েছে ৩১৯৬ জন। সকাল ৮টা থেকে ১০টা পর্ষন্ত দেড় শত থেকে দুইশত ভোট পড়েছে। তবে দুপুর ১২টার পর ভোটারের সংখ্যা বাড়তে পারে।
তিন উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
- বিষয় :
- উপজেলা নির্বাচন
- বান্দরবান
- কাপ্তাই