ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ভেঙে পড়েছে গাছ

ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত  ভেঙে পড়েছে গাছ

সুন্দরগঞ্জের বেলকার রামডাকুয়া গ্রামে কালবৈশাখীতে বিধ্বস্ত একটি বাড়ি সমকাল

 সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৪ | ২৩:৩৫

সুন্দরগঞ্জে কালবৈশাখীতে ঘরবাড়ি, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত রোববার ও সোমবার দিবাগত রাতে পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামে ৩০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে ইরি-বোরো ধান ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। 

বেলকার রামডাকুয়া গ্রামের আলম মিয়া বলেন, রাতে প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। নিমেষের মধ্যে তাঁর তিনটি টিনশেড ঘর, ৫টি ফলদ গাছের ক্ষতি হয়। বর্তমানে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাঁর দাবি এখন পর্যন্ত সরকারিভাবে কোনো সহায়তা পাননি এবং কেউ দেখতেও আসেনি। 

রামডাকুয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক মিয়া বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। তাঁর পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানানোর পরামর্শ দিয়েছেন। 
ঝড়ে কলেজপাড়া মহল্লার আব্দুল মান্নান আকন্দের তিনটি কাঁঠাল গাছ ভেঙে পড়েছে। চারটি গাছের প্রায় দুই মণ আম ঝরে পড়েছে। শান্তিরাম গ্রামের রফিকুল ইসলামের জমির পাকা ধান নুয়ে পড়েছে। ধানক্ষেতে হাঁটুপানি জমে গেছে। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল বলেন, দুই দিনের ঝড়ে পৌরশহরের বেশ কিছু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। চরাঞ্চলে টিনশেড ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউপি চেয়ারম্যানরা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির তালিকা দেননি। তালিকা পেলেই ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

×