ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এভারেস্টের পর লোৎসে শিখরে বাবর আলী

বিশ্বের চতুর্থ উচ্চতম এই শৃঙ্গে প্রথম বাংলাদেশি

এভারেস্টের পর লোৎসে শিখরে বাবর আলী

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ মে ২০২৪ | ২৩:৪৮

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের পর এবার চতুর্থ সর্বোচ্চ পর্বত শিখর লোৎসেতে লাল-সবুজের পতাকা ওড়ালেন বাবর আলী। মঙ্গলবার ভোরে নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিট ও বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিটে বাবর আলী লোৎসে চূড়ায় পা রাখেন।

বাবর আলীই প্রথম কোনো বাংলাদেশি যিনি একই অভিযানে হিমালয়ের দুই শৃঙ্গ এভারেস্ট ও লোৎসেতে পৌঁছেছেন; পর্বতারোহণের ভাষায় যাকে বলা হয় ‘ডাবল হেডার’। এর আগে পঞ্চম বাংলাদেশি হিসেবে গত রোববার এভারেস্ট জয় করেছিলেন তিনি। এর দু’দিন পর চট্টগ্রামের এই কৃতিসন্তান লোৎসে জয় করলেন।

বাবর আলীর অনন্য এই অর্জন ঘিরে আনন্দের ঢেউ বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে ঘরের ছেলের এই অর্জনে চট্টগ্রামবাসীর উচ্ছ্বাস অনেক বেশি। আজ সকালে বাবরের লোৎসে জয়ের খবর চাউর হতেই অনেকে ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেন।

যিকরু হাবিবীল ওয়াহেদ নামে চট্টগ্রামের এক বাসিন্দা তাঁর ফেসবুক ওয়ালে লেখেন, ‘এভারেস্টের পর লোৎসেও জয় গইজ্জি আঁরার বাবর (এভারেস্টের পর লোৎসেও জয় করেছে আমাদের বাবর)।’

সকালে বাবরের সংগঠন চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স তাদের ফেসবুক পেজে লেখে, ‘বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে লেখা হলো অভূতপূর্ব ও রোমাঞ্চকর এক অধ্যায়। যার নায়ক আমাদের স্বপ্ন সারথি বাবর আলী। এটিই কোনো বাংলাদেশির প্রথম লোৎসে বিজয়। আবার এভারেস্ট জয়ের দু’দিনের মাথায় একসঙ্গে দুটি আট হাজারি শৃঙ্গ জয়ের ঘটনাও আমাদের এটিই প্রথম। বাবর এখন নামছে। সে বেস ক্যাম্পে পৌঁছালেই হবে মূল উৎসব।’

নতুন রেকর্ড গড়া বাবর আলীকে নিয়ে পোস্ট দিয়েছেন এভারেস্টজয়ী আরেক বাংলাদেশি নিশাত মজুমদারও। তিনি লেখেন,  ‘একসঙ্গে দু-দুটি ৮০০০ মিটারের চূড়ায় আরোহণ! ভাই বাবর আলী; তুমি আমাদের জন্য নতুন একটি বেঞ্চমার্ক তৈরি করে দিলে। অনেক অনেক ভালোবাসা। এখন নিরাপদে বেস ক্যাম্পে নেমে এসো।’ 

৩৩ বছর বয়সী বাবর আলী পেশায় চিকিৎসক হলেও তাঁর নেশা পর্বতারোহণ। অ্যাডভেঞ্চারপ্রেমী এ তরুণের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর গ্রামের নজুমিয়া হাট এলাকায়। বাবরের বাবা লিয়াকত আলী ও মা লৎফুন্নাহার বেগম।

আরও পড়ুন

×