ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন

সাবেক ভূমিমন্ত্রীর নির্দেশে সরে দাঁড়ালেন মান্নান

সাবেক ভূমিমন্ত্রীর নির্দেশে সরে দাঁড়ালেন মান্নান

প্রতীকী ছবি

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২২ মে ২০২৪ | ১৯:৩৮

নির্বাচনের এক সপ্তাহ আগে সরে দাঁড়ালেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেয়ারম্যান প্রার্থী আবদুল মান্নান চৌধুরী। মঙ্গলবার রাতে নগরীর সার্সন রোডে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাসায় বৈঠকে এ ঘোষণা দেন তিনি।

এ সময় সাইফুজ্জামান ও আবদুল মান্নান বৈঠকে উপস্থিত আরেক চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল হক চৌধুরীকে সমর্থন দেন বলে জানা গেছে।

‘আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী’ নামের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সাইফুজ্জামানের উপস্থিতিতে বৈঠকে আবুল মান্নান চৌধুরী বলছেন, ‘নেতার সম্মতিতে আমি নির্বাচনে দাঁড়াই। আমি বলেছি, আমার কারণে আপনি বিব্রত হলে নির্বাচন করব না। আপনি ভোটের আগের দিন বললেও সরে দাঁড়াব। আজ আপনারা নেতার সিদ্ধান্ত শুনেছেন, আমি সরে দাঁড়ালাম।’

বৈঠকে সাইফুজ্জামান চৌধুরী, চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল হক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের অনুসারী। তাঁর বিরুদ্ধে একক প্রার্থী রাখতে তৌহিদুল হককে সমর্থন ও আবদুল মান্নানকে বসিয়ে দিয়েছেন সাইফুজ্জামান।

মঙ্গলবার থেকেই প্রচার বন্ধ রেখেছেন আবদুল মান্নান। তবে ১২ মে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার না করায় ব্যালটে তাঁর মোটরসাইকেল প্রতীক থাকবে।

আরও পড়ুন

×