গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর

ছবি: সমকাল
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৪ | ০৯:৩৯ | আপডেট: ২৩ মে ২০২৪ | ১০:০৫
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছেন।
গতকাল বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের ছাতিয়ানতলীতে দুর্ঘটনার শিকার হয় তারা। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার কোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম শেখের ছেলে মো. তুহিন শেখ(১৭) এবং একই ইউনিয়নের কোলা গ্রামের আলাল উদ্দিনের ছেলে মাহাবুব আলম নয়ন (১৬)। নিহতরা কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিল ছাত্র ছিল।
কোলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু জানান, দুজনই খুব ভালো বন্ধু ছিল। একই স্কুলের দশম শ্রেণিতে পড়াশোনা করত। গতকাল বিকেলে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। কিন্তু ঢাকায় নেওয়ার পথেই তারা মারা যায়।