সহকারীর কোর্স করে রোগী দেখছিল মেয়েটি

ফাইল ছবি
নওগাঁ সংবাদদাতা
প্রকাশ: ২৪ মে ২০২৪ | ১৯:৪৫
নওগাঁর পত্নীতলায় চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সেবাদান ও পরীক্ষা-নিরীক্ষার অভিযোগে এক তরুণীকে জেলে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে নজিপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠ থেকে আটক করা হয় সুমাইয়া তাবাসসুম সাবা (২৪) নামের ওই তরুণীকে।
আদালত সূত্র জানায়, সহকারী হিসেবে একটি কোর্স করেছিলেন সাবা। চিকিৎসক হিসেবে কোনো সনদপত্র দেখাতে পারেননি তিনি।
সুমাইয়া তাবাসসুম সাবা মহাদেবপুর উপজেলার আতুরা গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুরে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন বলেন, বৃহস্পতিবার রাতে ওই তরুণী নজিপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে ৬০০ টাকা ফি নিয়ে রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছিলেন। এ ছাড়া নানা পরীক্ষা-নিরীক্ষা করছিলেন সুমাইয়া। অনুমোদনহীন একটি কোম্পানির ওষুধও রোগীদের লিখে দিচ্ছিলেন তিনি।
আটকের পর জিজ্ঞাসাবাদে সুমাইয়া সদুত্তর দিতে পারেননি। ডাক্তারি সনদপত্রের প্রমাণ দেখাতে না পারায় তাঁকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় জানিয়ে পপি খাতুন আরও বলেন, ওই তরুণী একটি কোর্স করেছেন, যা দিয়ে আইন অনুযায়ী রোগী দেখতে পারেন না তিনি। শুধু কোনো চিকিৎসককে সহায়তা করতে পারেন।
- বিষয় :
- নওগাঁ
- ভুয়া চিকিৎসক