ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রংপুর মেডিকেলের প্রিজন সেলে হাজতির ঝুলন্ত লাশ

রংপুর মেডিকেলের প্রিজন সেলে হাজতির ঝুলন্ত লাশ

ফাইল ছবি

রংপুর অফিস

প্রকাশ: ২৪ মে ২০২৪ | ২২:৩৯

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের প্রিজন সেল থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মাকে হত্যা মামলার আসামি ছিলেন ওই হাজতি। তিনি আত্মহত্যা করেছেন বলে কারা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে। 

কারাগার সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার পশ্চিম কেদার এলাকার সাতার আলীর ছেলে বেলাল হোসেন তার মাকে হত্যা মামলায় কুড়িগ্রাম কারাগারে ছিলেন। অসুস্থ হলে ২০ মে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে প্রিজন সেলে ঝুলন্ত অবস্থায় বেলাল হোসেনের লাশ উদ্ধার করা হয়। 

রংপুর কেন্দ্রীয় কারগারের ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম জানান, আসামির লাশের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে তার ছোট ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আসামির ভাই ফারুক হোসেন বলেন, ‘আমার ভাইয়ের কম্পিউটার ও ফার্মেসির দোকান রয়েছে। তার দুটি কন্যাসন্তান আছে। নেশাগ্রস্ত অবস্থায় তিনি মাকে হত্যা করেন। চার দিন আগে তাকে রংপুর কারাগারে আনা হয়। তার আত্মহত্যার বিষয়টি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানাই।’ 


 

আরও পড়ুন

×