ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘অস্বাভাবিক’ গৃহকর স্থগিত করল সিসিক

‘অস্বাভাবিক’ গৃহকর স্থগিত করল সিসিক

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ মে ২০২৪ | ২২:৪৯

অবশেষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নতুন কর আরোপ স্থগিত করা হয়েছে। নতুন করকে অস্বাভাবিক দাবি করে নগরবাসীর আন্দোলন ও প্রতিবাদের পর শুক্রবার সন্ধ্যায় সিটি করপোরেশনের পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

নগর ভবনে মেয়র আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরীর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৭টি ওয়ার্ডের ৭৫ হাজার ৪৩০টি বাড়ির ওপর যে কর ধার্য করা হয়েছিল, তা স্থগিত করা হয়েছে বলে জানান মেয়র। তিনি জানান, নতুন ১৫টি ওয়ার্ডসহ পুরাতন ২৭টি ওয়ার্ডের গৃহকর পুনর্মূল্যায়ন (রি-অ্যাসেসমেন্ট) করা হবে। সভা শেষে রাত সোয়া ৯টার দিকে এ নিয়ে প্রেস ব্রিফিং করেন তিনি। 

দুই বছর আগে তৎকালীন মেয়র আরিফুল হক চৌধুরী ২৭টি ওয়ার্ডের ৭৫ হাজার ৪৩০টি বাড়ি থেকে ১১৩ কোটি ২৭ লাখ ৭ হাজার টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। নতুন গৃহকর ধার্যের সময় ধরা হয় ২০২১-২২ অর্থবছর। মেয়র আরিফ নতুন করের বিষয়টি প্রকাশ করেননি এবং তা বাস্তবায়নও শুরু করে যাননি। তার আগে বাড়ির সংখ্যা ছিল ৪৯ হাজার ৬৫৯টি। সে সময় করের লক্ষ্য ছিল ১৯ কোটি টাকা। চূড়ান্ত করা হয় ১০ কোটি ৩৩ লাখ টাকা। কিন্তু নতুন মূল্যায়নে ৭৫ হাজার বাড়ি থেকে ১১৩ কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়। সেটাকে অস্বাভাবিক দাবি করেন নগরবাসী। 

গত ৩০ এপ্রিল বর্তমান পরিষদ নতুন করের তালিকা প্রকাশ করলে হইচই শুরু হয়। নতুন তালিকায় কোনো কোনো বাড়ির মালিকের কর বেড়েছে ২০০ গুণের মতো। অধিকাংশ মালিকের বেড়েছে ৪ থেকে ১০ গুণ। এ অবস্থায় বুধবার রাতে নগরবাসীর সঙ্গে মতবিনিময় সভায় সিটি মেয়র আশ্বাস দেন, পরিষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এক দিন পর শুক্রবার পরিষদের সভায় ওই আরোপিত কর স্থগিত করা হয়। 


 

আরও পড়ুন

×