ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খুবি অর্থনীতি ডিসিপ্লিনের রজতজয়ন্তী উদযাপন

খুবি অর্থনীতি ডিসিপ্লিনের রজতজয়ন্তী উদযাপন

রজতজয়ন্তী উপলক্ষে খুবি ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ০৯:৪৬ | আপডেট: ২৫ মে ২০২৪ | ১০:৫৫

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি ডিসিপ্লিনের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন করা হয়েছে। 

অর্থনীতি ডিসিপ্লিন এবং ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে সকাল ১০টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বয়াক অধ্যাপক ড. মো. নাসিফ আহসান। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য দেন অধ্যাপক ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. ফাওজিয়া হামিদ, অধ্যাপক ড. জিয়াউল হায়দার এবং ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. খান মেহেদি হাসান। তারা দেশে ও দেশের বাইরে অর্থনীতি ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরেন। এছাড়াও ডিসিপ্লিনের বিভিন্ন স্মৃতিচারণমূলক ঘটনা তুলে ধরে এক আনন্দঘন পরিবেশ তৈরি করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন, খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ জেড এম আনোয়ারুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন।

রজতজয়ন্তী উপলক্ষে শুক্রবার বিকেল ৪টার দিকে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিনিয়র জুনিয়র সবাই মিলে পুনর্মিলনের আনন্দে মেতে উঠেন।

আরও পড়ুন

×