কলেজছাত্রীর আত্মহত্যা ঘিরে ধোঁয়াশা

ছবি: প্রতীকী
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৪ | ২২:৪৪
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকা থেকে শনিবার দুপুরে পুলিশ এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তাঁর মৃত্যু ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
আত্মহত্যা করা কলেজছাত্রী ঝুমুর আক্তার (১৯) নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেকেরকান্দা গ্রামের আনিসুর রহমানের মেয়ে। তিনি উপজেলার মাটিকাটা এলাকায় মা-বাবার সঙ্গে বসবাস করে বড়ইবাড়ি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে তাঁর মা-বাবা কাজে চলে গেলে ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ঝুমুর। পরে তাঁর মা কাজ শেষে বাড়িতে ফিরে দেখেন, ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পান, তাঁর মেয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তার কারণ পুলিশ ও ঝুমুরের স্বজনরা বলতে পারেনি। ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, তিনি আত্মহত্যার আগেই তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি ফ্লাশ দিয়ে সব তথ্য মুছে ফেলেন।
ছাত্রীর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
কালিয়াকৈর থানার উপপরির্দশক রাফছান মোল্লা জানান, কী কারণে কলেজছাত্রী আত্মহত্যা করেছেন, সেটা জানা যায়নি। আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- আত্মহত্যা
- কলেজছাত্রী
- মরদেহ উদ্ধার