ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ডুবল যাত্রীবাহী ট্রলার

অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ডুবল যাত্রীবাহী ট্রলার

ছবি- সমকাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৪ | ১৩:৩৩ | আপডেট: ২৬ মে ২০২৪ | ১৫:৪১

বাগেরহাটের মোংলায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। রোববার সকালে মোংলার ঘাসিয়া খালি চ্যানেলের মামার ঘাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত যাত্রী তোলার কারণে ওই ট্রলারটি ডুবে যায়। এতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই ইপিজেডের ভিআইপি নামে একটি কারখানার শ্রমিক।

জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রোববার ভোর থেকেই ট্রলারে করে শত শত যাত্রী মোংলা নদী পার হচ্ছিল। এ সময় ট্রলারচালকরা অতিরিক্ত মুনাফার লোভে অতিরিক্ত যাত্রী বোঝাই করে নদী পার করছিল। প্রায় প্রত্যকটি ট্রলারে ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিল। এমন সময় নদীর পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে যাওয়ার সময় একটি ট্রলার ডুবে যায়।

ট্রলারডুবির পর বেশ কিছু যাত্রী সাঁতরে পাড়ে উঠে গেলেও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় একজন শিশু নিখোঁজ রয়েছে বলে দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। তবে নিখোঁজের সংখ্যা কেউ সঠিকভাবে জানাতে পারেননি।

এদিকে ট্রলারডুবির খবর পেয়ে স্থানীয় ডুবরি দল, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন।

মোংলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে একটি ট্রলার ডুবে গেছে। এটিতে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল বলে শুনেছি। দুর্ঘটনার পর থেকেই খোঁজখবর রাখা হচ্ছে। কোনো যাত্রী নিখোঁজ আছে কিনা, সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরা দেখা হচ্ছে এবং নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন

×