গাজীপুরে ঝুটের গুদামে আগুন

ছবি: সমকাল
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২৪ | ২৩:৪৩
গাজীপুরে মিতালী ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিটি করপোরেশনের কাশিমপুর মেট্রো থানার হাতিমারা এলাকার ওই গুদামে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে কাশিমপুর মডার্ন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই গুদামে রাখা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে মিতালী ফ্যাশন লিমিটেড নামক পোশাক তৈরির কারখানার একটি ঝুটের গুদামে আগুন লাগে। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের নিজস্ব অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কাশিমপুর মডার্ন ফায়ার সার্ভিস ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ইনচার্জ মিরাজুল ইসলাম বলেন, ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
- বিষয় :
- ঝুট কাপড়
- আগুন
- গাজীপুর
- অগ্নিকাণ্ড
- ফায়ার সার্ভিস