ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এমপি আনার হত্যাকাণ্ড

‘পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন করে তাদের বিচার করতে হবে’

‘পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন করে তাদের বিচার করতে হবে’

কালীগঞ্জ শহরের জনতা ব্যাংক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি 

প্রকাশ: ৩০ মে ২০২৪ | ১৭:৪৮ | আপডেট: ৩০ মে ২০২৪ | ১৯:১৮

‘এমপি আনার ১৫ থেকে ২০ হাজার মানুষের জানাজা পড়েছেন। তিন তিন বারের নির্বাচিত এই এমপির জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। তার আর্শিবাদে এই শহরের সব ব্যবসায়ী সমাজসহ পাখীরাও ছিল নিরাপদ। এমপি আনারের বর্বরতম হত্যাকাণ্ডে বা পরিকল্পনাকারী যারা আছেন, তাদের মুখোশ উন্মোচন করতে হবে এবং তাদের বিচার করতে হবে।’ 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ শহরের জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত এক মানববন্ধনে এসব কথা বলেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ। ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের বিচার ও মরদেহ ফেরত পাওয়ার দাবিতে কালিগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ী নেতারা বলেন, এমপি আনার আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা। তার নির্মম হত্যাকাণ্ডটি মেনে নিতে পারছি না। এখন পর্যন্ত এমপি আনারের লাশ উদ্ধার নিয়ে ধোঁয়াশা থাকায় ব্যবসায়ীদের দাবি- মারা গেলে মরদেহ চাই, নিখোঁজ হলে সন্ধান চাই। তারা সব রহস্যের অবসান ঘটিয়ে ষড়যন্ত্রকারীদের মূল হোতা আক্তারুজ্জামান শাহিনসহ সব খুনিদের সর্ব্বোচ শাস্তির দাবি জানান। ব্যবসায়ীদের ডাকে এই মানববন্ধনে উপস্থিত হয়ে এমপির পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইন্তা, মোটরমালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, ব্যবসায়ী নেতা মিজানুর রহমান, আকতার হোসেন দোলা ও সজল দেবনাথসহ সংগঠনের অন্যান্য নেতারা। সংগঠনের সাংগঠনিক সম্পাদক জহুরুল হক বিপ্লবের সঞ্চালনায় মানববন্ধনে শহরে বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠনের নেতারাসহ সহস্রাধিক সাধারণ জনতা অংশ নেন। 

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের গেদে বন্দর পার হয়ে পশ্চিবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম আনার। ১৩ মে থেকে নিখোঁজ হন। ২২ মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধান নগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনে খুন হয়েছেন বলে সংবাদ আসে। আনার ভারতীয় সীমান্ত এলাকা ঝিনাইদহ-৪ আসনের টানা তিন বারের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

আরও পড়ুন

×