রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ২০০ ঘর

ছবি- সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৪ | ১৭:৫১
কক্সবাজারের উখিয়ায় তানজিমারখোলা ক্যাম্পের অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ২০০টির বেশি ঘর পুড়ে গেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে ঘণ্টাখানেক চেষ্টার পর শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-এপিবিএনের মিডিয়া কর্মকর্তা এএসপি সালাহউদ্দিন কাদের।
তিনি জানান, বাতাসের কারণে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছিল। তবে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে রোহিঙ্গাদের ২০০টির বেশি ঘর পুড়ে গেছে।
তবে কী কারণে আগুন ধরেছে, সেটি এখনও জানা যায়নি বলে জানান তিনি।
এর আগে গত ২৪ মে ১৩ নম্বর তানজিমারখোলা ক্যাম্পের ডি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আড়াইশ ঘর পুড়ে গিয়েছিল।