ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ১০ গ্রাম, নিহত ৩

ঠাকুরগাঁওয়ে ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ১০ গ্রাম, নিহত ৩

ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ছবি: সমকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৪ | ১৯:৫৩ | আপডেট: ০১ জুন ২০২৪ | ১৯:৫৭

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে ১০ গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। এছাড়া তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের কবলে পড়ে এক নারী এবং বৃষ্টিতে জমা পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এক নারীর মরদেহ দেখে বাড়িতে এসে আরেক নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

নিহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের পইনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪০), একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম (৫০) এবং একই উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলামের আড়াই বছরের ছেলে নাঈম।

পইনুল ইসলাম বলেন, সকালে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। সেখানে থাকা অবস্থায় ঝড় শুরু হয়। মাত্র ১৫ মিনিটের মতো সে ঝড়ের স্থায়ীত্বকাল ছিল। বাড়িতে ছুটে এসে স্ত্রীকে খুঁজে না পেয়ে ডাকাডাকি শুরু করি। পরে বারান্দায় পড়া টিন ও ছাউনি সরিয়ে দেখি নিচে চাপা পড়ে আছে। তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, পইনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগমের মরদেহ দেখে বাড়িতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা মারা যান। 

এদিকে ঝড়ের পর উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর নয়াপাড়া গ্রামে বাড়ির পাশের গর্তে জমা বৃষ্টির পানিতে পড়ে নাঈম নামে এক শিশু মারা যায়। নাইমের বাবা নাজমুল ইসলাম জানান, খেলতে গিয়ে তার ছেলে গর্তে পড়ে যায়।

শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, কালবৈশাখী ঝড়ে পাড়িয়া ইউনিয়নের তিলকড়া, শালডাঙ্গা, বঙ্গভিটা, লোহাড়া, বামুনিয়াসহ ৬টি গ্রাম, বড়বাড়ী ইউনিয়নের বেলহাড়া, বেলবাড়ী, বটের হাট, হরিপুরসহ ৪টি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে। গ্রামগুলোতে অনেক গাছ ভেঙে পড়েছে। অনেক জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। অনেক বাড়িঘরের টিনের চাল উড়ে গেছে। গাছের নিচে চাপা পড়েছে অনেক বাড়িঘর।

এদিকে ঝড়ের পর থেকে এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গী জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ঝড়ে ৪০টিরও বেশি বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। অনেক স্থানে বৈদ্যুতিক তারের ওপর গাছ ভেঙে পড়েছে।

আরও পড়ুন

×