ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নৌকাডুবির একদিন পর ভেসে উঠল লাশ

নৌকাডুবির একদিন পর ভেসে উঠল লাশ

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৪ | ২১:৩৩

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বৃদ্ধ ইসহাক মিয়ার মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার বিকেল ৩টায় খাইহাওর বেদাকালী নামক খাড়ির পাশে তাঁর লাশ ভেসে ওঠে।

পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ইসহাক মিয়া উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্বাকান্দা গ্রামের ছমির উদ্দিনের ছেলে।

জানা যায়, শুক্রবার পাথারিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে একই গ্রামের চারজন নৌকা করে হাওর পাড়ি দিচ্ছিলেন। এ সময় বেদাখালী নামক স্থানে আসামাত্র খাড়ির প্রবল স্রোতে নৌকা ডুবে যায়। ইসহাক মিয়া পানিতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর চেষ্টা চালিয়েও নিখোঁজ ইসহাক মিয়ার সন্ধান পায়নি। শনিবার বিকেল ৩টায় দুর্ঘটনাস্থলে তাঁর লাশ ভেসে উঠতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন স্থানীয়রা। পরে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যান।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। কেউ কোনো অভিযোগ করেনি।

আরও পড়ুন

×