ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বন্ধ থাকা জুট মিলগুলো চালুর চেষ্টা চলছে: নানক

বন্ধ থাকা জুট মিলগুলো চালুর চেষ্টা চলছে: নানক

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ছবি: সমকাল

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৪ | ২২:৪৯

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নরসিংদীর পলাশে বন্ধ থাকা ৭টি জুট মিল চালু হয়েছে। বন্ধ থাকা বাকি জুট মিলগুলো চালুর চেষ্টা চলছে।

শনিবার সন্ধ্যায়  নরসিংদীর পলাশের ঘোড়াশালে বিজেএমসির বাংলাদেশ জুট মিল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, পাট শ্রমিকদের বেতন বৃদ্ধি ও স্বার্থ রক্ষায় কাজ চলছে। নতুন করে জুট মিল চালু হলে বাড়বে কর্মসংস্থান৷ 

এ সময় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×