ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মদ খেয়ে সড়কে মাতলামি, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

মদ খেয়ে সড়কে মাতলামি, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

মাহমুদুল হাসান। ছবি: সংগৃহীত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৪ | ১৮:১২ | আপডেট: ০২ জুন ২০২৪ | ১৮:১৬

মদপান করে রাস্তায় মাতলামি করায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহমুদুল হাসানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালাপানি এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নন্নী নিশ্চিন্তপুর এলাকার মাহমুদুল হাসান (৩২), বনকুড়া চৌরাস্তা এলাকার সফিকুল ইসলাম (৩৫), নন্নী ডেকড়াপাড়ার আলম মিয়া (৪০), নন্নী বাইগড়পাড়ার সফিকুল ইসলাম (৩৯) এবং নন্নী ডেকড়াপাড়া এলাকার রায়হান মিয়া (৪০)।

ডিবি অফিস সূত্রে জানা যায়, বেশ কয়েকজন মদপান রাস্তায় মাতলামি করছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ।

আরও পড়ুন

×