কাপ্তাই লেকে বেড়েছে পানি, কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি

ছবি: সমকাল
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৪ | ১৭:২৩ | আপডেট: ০৩ জুন ২০২৪ | ১৭:২৫
গত কয়েকদিনের বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পেয়েছে। এতে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সোমবার (৩ জুন) সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রের ২নং, ৩নং ও ৪নং ইউনিট থেকে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। গত কয়েক মাস ধরে কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিটের মধ্যে মাত্র ১ ইউনিট চালু ছিল। বাকি ইউনিটগুলো পানির অভাবে চালু করা সম্ভব হয়নি। ফলে একটি মাত্র ইউনিট থেকে দৈনিক ৩০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়নি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সহ গত কয়েকদিন কিছু বৃষ্টি হওয়ায় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানির পরিমাণ বৃদ্ধি পায়। ফলে রোববার থেকে ৩ ইউনিট চালু হয়েছে। বর্তমানে ৩ ইউনিটে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
সূত্র আরও জানায়, কাপ্তাই লেকে রুলকার্ভ অনুযায়ী বছরের এসময় লেকে পানি থাকার কথা ৭৬ দশমিক ৫২ ফুট এমএসএল। কিন্তু পানি আছে ৮১ দশমিক ৫৫ ফুট এমএসএল। অর্থাৎ লেকে প্রায় ৫ দশমিক ৩ ফুট এমএসএল পানি বেশি রয়েছে। ফলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ভারী বৃষ্টিপাত হলে কাপ্তাই লেকে পানির পরিমাণ আরও বাড়লে ৫ ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি হবে।
এ বিষয়ে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, ঘূর্ণিঝড় রিমালের সময় এবং পরবর্তীতে কয়েকদিন মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় কাপ্তাই লেকে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। পানি পরিমাণ বাড়লে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত, দেশের বৃহত্তম কাপ্তাই লেকে পানির উপর নির্ভরশীল কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। এখানে পানির প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট হলেও সব ইউনিট চালু থাকলে ৫ ইউনিট থেকে ২৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। এই কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হয়ে থাকে।