ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

ফাইল ছবি

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৪ | ১৮:০২ | আপডেট: ০৫ জুন ২০২৪ | ১৮:১৭

নীলফামারীর সৈয়দপুরে আশরাফুল ইসলাম নামে এক চালকের গলা কেটে তাঁর ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আশরাফুল ইসলাম সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া এলাকার হায়দার আলীর ছেলে। ঘটনার পরপরই নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত ও চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার দুপুরে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন আশরাফুল। যাত্রীবেশে চারজন ছিনতাইকারী সৈয়দপুর শহর থেকে তাঁর ইজিবাইকে ওঠেন। তারা শহরের বিভিন্ন স্থান ঘুরে দিনাজপুর জেলার ফতেজংপুরে যাওয়ার জন্য চান্দিয়ার সেতুর দিকে যায়। নির্জন সড়কে নিয়ে তাঁর গলা কেটে ইজিবাইক নিয়ে সটকে পড়ে। স্থানীয়রা তাঁকে ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শাহা আলম বলেন, সম্ভবত ইজিবাইকটি ছিনতাই করতেই চালক আশরাফুল ইসলামের গলা কেটে পালিয়েছে দুর্বৃত্তরা। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

×